নিভৃত পল্লীর এক ছায়া ঢাকা অন্ধকারাচ্ছন্ন এলাকার জমিদার ষষ্টিবর রায়ের ঘরে জন্মগ্রহণ করেন বিজয় চন্দ্র রায়। বৃটিশ বিরোধী ও অহিংস আন্দোলনের অন্যতম নেতা মহাত্মাগান্ধী ও জহরলাল নেহেরুর স্নেহধন্য পূর্ববঙ্গের  বিশিষ্ট কংগ্রেশ নেতা বিপ্লবী বিজয় চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয় যশোর জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।  জমিদার পুত্র হয়েও অতি সাধারন জীবন যাপন করা নির্লোভ নিরংকার একজন  অসাধারণ মানুষের প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বপালন করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। বিজয় চন্দ্র রায়ের জীবনাদর্শ আমাদের চলার পথের পাথেয় হয়ে ঊঠুক। তাঁর লক্ষ্য ও উদ্দেশ্য পুরণে বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়টি হয়ে উঠুক এই অঞ্চলের মানুষের শিক্ষা বিস্তারের ভরসার জায়গা। এ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে অগ্রনী ভুমিকা পালন করতে পারে। ক্ষুধা দারিদ্র্য মুক্ত উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এ বিদ্যালয়ের শিক্ষির্থীরা অগ্রনীভূমিকা পালন করুক । তাহলে বিজয় চন্দ্র রায়ের স্বপ্ন সার্থক হবে। আমরা হব দায় মুক্ত।
Scroll to Top